স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে কার্যত সুপার ফোন নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। শুধু আনুষ্ঠানিক ঘোষণা আসাটাই বাকি। সুপার ফোরে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ হবে পাকিস্তান। এবার সামনে আরও বড় চ্যালেঞ্জ। গাদ্দাফি স্টেডিয়ামে আগামী ৬ তারিখ এই ম্যাচ।
আন্তর্জাতিক ক্রিকেটে স্বীকৃত ওপেনার নন মেহেদি হাসান মিরাজ। তবে দলের প্রয়োজনে অনেকবারই ওপেনিংয়ে ব্যাট করতে নেমে গেছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে দেখালেন সুযোগ পেলে টপ অর্ডারে বাংলাদেশ দলের ব্যাটিংয়ের ঢাল হতে পারেন তিনিও। অনবদ্য সেঞ্চুরিতে বাংলাদেশকে বড় পুঁজি এনে দিতে সহায়তা করেন এই ডানহাতি ব্যাটার।
আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে ৩৩৪ রান করে বাংলাদেশ। রান তাড়ায় আফগানদের ইনিংস থেকে ২৪৫ রানে। রেকর্ড রান তাড়া করে জিততে হতো তাদের। কিন্তু সেটি করতে পারেনি। বড় হারে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় রশিদ খান-মোহাম্মদ নবিরা। অন্যদিকে সুপার ফোন নিশ্চিত বাংলাদেশের। দলের জয়ে সেঞ্চুরির পর ১ উইকেট নেন মিরাজ। তাতে জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরাজকে প্রশ্ন করা হয়েছিল সুপার ফোরে গেলে বাংলাদেশের পরের ম্যাচের প্রতিপক্ষ হবে পাকিস্তান। দলটির পেসার শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা। মিরাজ সরল উত্তরে বলেছেন, ‘আমি নির্দিষ্ট কোনো বোলারকে নিয়ে চিন্তিত নই। আমি শুধু ভালো খেলতে চাই। হ্যাঁ, পরের ম্যাচটা আমার জন্য দারুণ সুযোগ। টপ অর্ডারেও খেলতে পারব। টিম ম্যানেজমেন্ট সে সুযোগ দিলে ভালোই হবে।’
মিরাজ আরও বলেন, ‘সব সময় হয়তো ওপেনিংয়ে খেলব না। তবে টপ অর্ডারে সুযোগ পাবো। টিম ম্যানেজমেন্ট যদি আমাকে টপ অর্ডারে সুযোগ দেয় তাহলে এটা আমার জন্য ভালো হবে।’ এর আগে পুরষ্কার বিতরণী মঞ্চে লাহোরের উইকেট নিয়ে মিরাজ বলেন, ‘এটা বেশ ভালো উইকেট ছিল। বল ব্যাটে খুব ভালোভাবে আসছিল। শান্ত ও আমার দারুণ জুটি ছিল। সে টানা দুই ম্যাচে ভালো খেলেছে। সে প্রান্ত বদল করেছে খুব ভালোভাবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post