স্পোর্টস ডেস্ক:: মূলতান টেস্টের একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে আগামিকাল ১৫ অক্টোবর থেকে। তার আগে আজ ১৪ অক্টোবরই একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। একাদশে ফিরেছেন বেন স্টোকস। ইনজুরি থেকে প্রায় দুই মাস পর মুক্ত হলেন ইংলিশ অলরাউন্ডার।
দ্যা হানড্রেড খেলার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে ছিলেন বেন স্টোকস। দীর্ঘ দুই মাস পর মুলতান টেস্ট দিয়ে মাঠে ফিরছেন তিনি। ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক তিনি। ইনজুরির কারণে তার অবর্তমানে অলি পোপ নেতৃত্ব দিচ্ছিলেন ইংল্যান্ডকে।
স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশে ফিরেছেন ম্যাথিউস পটস। বেন স্টোকস, পটস ফেরায় একাদশ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ক্রিস ওকস ও গাস অ্যাটকিনসনকে। একাদশে স্পিন আক্রমণে আছেন জ্যাক লিচ ও শোয়েব বশির। জো রুটতো আছেনই।
সফরের প্রথম টেস্টে ইংল্যান্ড রেকর্ড ৮২৩ রান করে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে হারিয়েছে পাকিস্তানকে। সফরকারীরা তিন ম্যাচের সিরিজে লিড নিয়েছে ১-০ ব্যবধানে। বড় জয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে। তারা অবস্থান নিয়েছে চতুর্থ স্থানে। তাদের শতকরা জয়ের হার এখন ৪৫.৫৯। পাকিস্তান ১৬.৬৭ শতাংশ জয়ের হার নিয়ে আছে টেবিলের তলানিতে।
দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ, ব্রাইডন কার্স, ম্যাথিউ পটস, জ্যাক লিচ ও শোয়েব বশির।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০