নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে লড়ছে বাংলাদেশ-পাকিস্তান নারী দল। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে দু’দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার বিকেলে শুরু হওয়া ম্যাচে আগে ব্যাট করছে বাংলাদেশ। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা।
টস হেরে আগে ব্যাট করতে নেমে আজ দারুণ শুরু পায় বাংলাদেশ। শামিমা সুলতানা ও মুর্শিদা খাতুন ওপেনিং জুটিতে ৩৪ রান আসে। দারুণ শুরুর পর ফিরেন শামিমা। ১৩ বলে ১৮ রান করে ফিরেন তিনি। ২ চার ও ১ ছক্কা হাঁকান তিনি। উইকেটে এখন মুর্শিদা খাতুন ও সোবহানা মোস্তারি।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় পায় বাংলাদেশ। গত বুধবার প্রথম ম্যাচ ৫ উইকেটে জেতে নিগার সুলতানা জ্যোতির দল। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা টাইগ্রেসরা আজ জিতলেই সিরিজ নিজেদের করে নিবে। টি-টোয়েন্টির পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ-পাকিস্তানের।
আগের ম্যাচে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে একাই ধস নামিয়েছিলেন টাইগ্রেস স্পিনার নাহিদা আক্তার। তার স্পিন বিষে নীল হয়ে ৮২ রানেই গুটিয়ে গিয়েছিল নিদা দারের দল। জবাব দিতে নেমে ৫ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। টাইগ্রেসদের লক্ষ্য এবার দ্বিতীয় ম্যাচে জয় তুলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করা।
Discussion about this post