স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। সুপার ফোর লড়াইয়ের আগে বাংলাদেশ হারিয়েছেন দলের সেরা ব্যাটার নাজমুল হোসেন শান্তকে। পুরো আসর থেকে ছিটকে গেছেন তিনি। তাঁর জায়গায় আজ খেলছেন লিটন দাস।
একাদশ আগের দিনই ঘোষণা করে দিয়েছিল পাকিস্তান। বাড়তি একজন পেসার খেলাচ্ছে তারা। একাদশে তারা যুক্ত করেছে পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফকে। তাকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ।
বাংলাদেশ একাদশঃ মোহাম্মদ নাঈম, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, শামীম হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।
পাকিস্তানের একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ইফতিখার আহমেদ, সালমান আলী আগা, ফাহিম আশরাফ, শাদাব খান, শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০