স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক হিসেবে ফিরছেন কেন উইলিয়ামসন। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।এই সিরিজে বিশ্রাম পেয়েছেন রাচিন রবীন্দ্র।
হাঁটুর চোট থেকে সেরে উঠে গত অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন উইলিয়ামসন। এরপর বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও অংশ নেন। কিন্তু সতর্কতা হিসেবে সাদা বলের সিরিজে তাঁকে খেলানো হয়নি। ১২ জানুয়ারি শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও সব ম্যাচ খেলবেন না উইলিয়ামসন।
প্রথম দুই ম্যাচ খেললেও তৃতীয় ম্যাচে বিশ্রাম পাবেন উইলিয়ামসন। কিউই অধিনায়কের এই প্রত্যাবর্তনের মধ্যেও সতর্ক চোখ রাখা হবে। তাঁর অনুপস্থিতিতে তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের অধিনায়কত্ব করবেন মিচেল স্যান্টনার। সবশেষ বাংলাদেশ সিরিজেও অধিনায়কত্ব করেছেন এই অলরাউন্ডার। এদিকে বাংলাদেশের বিপক্ষে না খেলা ডেভন কনওয়ে ফিরেছেন পাকিস্তান সিরিজে। এছাড়া লকি ফার্গুসনও ফিরেছেন।
পাকিস্তানের বিপক্ষে সিরিজে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক) (১, ২, ৪ ও ৫ নম্বর ম্যাচের জন্য), ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসেন (শুধু তৃতীয় ম্যাচে), লকি ফার্গুসেন (৩, ৪, ৫ নম্বর ম্যাচে), ম্যাট হেনরি, অ্যাডাম মিলনে, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স (১ ও ২ নম্বর ম্যাচে) টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post