নিজস্ব প্রতিবেদকঃ ওয়ানডে সিরিজ বাঁচানোর ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ নারী দল। মঙ্গলবার পাকিস্তান নারী দলের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে নিগার সুলতানা জ্যোতি হাঁকান ফিফটি। তাতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান করেছে বাংলাদেশ।
মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার মুর্শিদা খাতুন ও ফারজানা হক ভালো শুরুর ইঙ্গিত দিলেও ছন্দ ধরে রাখতে পারেননি। দলীয় ২১ রানে মুর্শিদা ১২ রান ক্রে ও ৪৩ রানে ওয়ান ডাউনে নামা সোবহানা মোস্তারি ১৬ রান করে ফেরেন সাজঘরে। তৃতীয় উইকেটে ফারজানা হকের সাথে দলের হাল ধরেন অধিনায়ক জ্যোতি।
ফারজানা ৮৮ বলে ৪০ রান করে বিদায় নিলেও জ্যোতি এক প্রান্ত আগলে রাখেন। যদিও সতীর্থরা প্রত্যাশা অনুযায়ী সঙ্গ দিতে পারেননি তাকে। বিদায় নেওয়ার আগে সাবধানী ব্যাটিংয়ে অর্ধশতক তুলে নেন বাংলাদেশ দলের অধিনায়ক। ১০৪ বলের মোকাবেলায় গড়া ৫৪ রানের ইনিংসে ৩টি চার হাকান জ্যোতি। শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান দাঁড়ায় বাংলাদেশের সংগ্রহ। পাকিস্তানের পক্ষে সাদিয়া ইকবাল ও নাশরা সান্ধু দুটি করে উইকেট শিকার করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post