স্পোর্টস ডেস্কঃ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি লড়াইয়ে নেমেছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। গলে চলমান ম্যাচটিতে টস জিতে ব্যাট করছে লঙ্কানরা। যদিও ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই স্বাগতিকরা। ব্যাটিং বিপর্যয়ে দল। ইতিমধ্যেই হারিয়ে ফেলেছে ব্যাটিং অর্ডারের চার গুরুত্বপূর্ণ উইকেট।
দলীয় ১১ রানেই শাহীন শাহ আফ্রিদির বলে বোল্ডআউট হয়ে ফিরে যান অধিনায়ক দিমূথ করুণারত্নে। মাত্র ১ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। পরবর্তীতে জুটি গড়ে সেই বিপদ সামাল দেন আরেক ওপেনার ওশাদা ফার্নান্দো ও কুশল মেন্ডিস। তবে ৪৯ রানের সেই জুটি ভেঙে যায় ইয়াসির শাহর শিকার হয়ে কুশল ফিরলে।
৩৫ বলে ৩ বাউন্ডারিতে ২১ রান করে আউট হন কুশল। দ্রুতই আরও দুই উইকেট হারায় লঙ্কানরা। এবার আরেক সেট ব্যাটার ওশাদা ফিরেন, আর সাথে ফিরেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস। হাসান আলির শিকারে পরিণত হওয়ার আগে ৪৯ বলে ৫ বাউন্ডারিতে ৩৫ রান করেন ওশাদা ফার্নান্দো। আর ১৫ বল খেলে ডাক মেরেই ইয়াসির শাহর দ্বিতীয় শিকারে পরিণত হন ম্যাথিউস।
মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত শ্রীলঙ্কার সবশেষ সংগ্রহ ২৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৮০ রান। দীনেশ চান্দিমাল ১২ ও ধনাঞ্জয়া ডি সিলভা ৮ রানে অপরাজিত আছেন।
এই ম্যাচে নিজেদের একাদশে এক অভিষেক করিয়েছে পাকিস্তান। ২৮ বছর বয়সী অলরাউন্ডার সালমান প্রথমবারের মতো খেলতে নেমেছেন ম্যাচে। এদিকে দীর্ঘদিন পর আবারও একাদশে ফিরেছেন ইয়াসির শাহ।
শ্রীলঙ্কা একাদশ
দিমূথ করুণারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, দীনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, রমেশ মেন্ডিস, কাসুন রাজিথা, প্রভাত জয়সুরিয়া ও মহেশ থিকশানা।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), ইমাম উল হক, আব্দুল্লাহ শফিক, আজহার আলি, মোহাম্মদ রিজওয়ান, সালমান, হাসান আলি, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, শাহীন আফ্রিদি ও ইয়াসির শাহ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা