স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করলেন মুশফিকুর রহিম। রাওয়ালপিন্ডি টেস্টে শনিবার প্রথম সেশনে সেঞ্চুরির দেখা পান বাংলাদেশের এই ক্রিকেটার। টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর ১১তম সেঞ্চুরি আর পাকিস্তানের বিপক্ষে প্রথম।
সব মিলিয়ে পাকিস্তানের মাটিতে তৃতীয় বাংলাদেশি হিসেবে তিন অঙ্ক স্পর্শ করলেন মুশফিক। অন্য দুজন হাবিবুল বাশার ও জাভেদ ওমর। এই সেঞ্চুরিতে মুশফিক ছাড়িয়ে গেলেন তামিম ইকবালকে (১০টি টেস্ট সেঞ্চুরি)। মুশফিকের সেঞ্চুরির পরপরই মধ্যাহ্ন বিরতিতে গেছে দুই দল। চতুর্থ দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৮৯ রান।
৫ উইকেটে ৩১৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। আগের দিনের অপরাজিত ব্যাটার লিটন দাস এদিন বেশিক্ষণ টিকতে পারেননি। অপরাজিত ৫২ রান নিয়ে তৃতীয় দিন শেষ করা লিটন আজ নিজের নামের পাশে যোগ করতে পেরেছেন কেবল ৪ রান। ৫৬ রান করে উইকেটের পেছনে ধরা পড়েছেন তিনি। লিটন ফেরার পর মেহেদি হাসান মিরাজকে নিয়ে আরও একবার জুটি গড়ার চেষ্টা করছেন মুশফিক। ৯৭ বলে ৫৭ রানের জুটি উপহার দিয়েছেন মিরাজ। এই অফ স্পিনিং অলরাউন্ডার ৪৪ বলে দুই চারে খেলছেন ১৭ রানে। ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করা পাকিস্তানের চেয়ে এখন ৫৯ রানে পিছিয়ে বাংলাদেশ। দিনের শুরুতে লিটনকে হারানো বাংলাদেশ প্রথম সেশনে ২৫ ওভারে যোগ করেছে ৭৩ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০