নিজস্ব প্রতিবেদকঃ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর আজ থেকে মাঠে গড়িয়েছে তিন ম্যাচের ওয়ানডে। প্রথম ম্যাচটিতে দুই দল মুখোমুখি হয় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। শনিবার প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারলেন না স্বাগতিক ব্যাটাররা। মাত্র ৮১ রানে অলআউট হয়েছে টাইগ্রেসরা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের দুই ওপেনার শামীমা সুলতানা ও ফারজানা হক পিংকি বেশ সাবধানী শুরু করেছিলেন। তবে উদ্বোধনী জুটিটি ছিল ১৪ রানের। অষ্টম ওভারের তৃতীয় বলে শামীমাকে ফিরিয়েছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবাল। ১৭ বলে ৬ রান করেন শামীমা। পরের বলেই সাদিয়ার বলে বোল্ড হয়ে গোল্ডেন ডাক মেরেছেন সোবহানা মোস্তারি। এরপর আরেক ওপেনার পিংকিকে ফিরিয়েছেন সাদিয়া।
স্বর্ণা আক্তারের উইকেটও নেন সাদিয়া। ৪ উইকেটে ২৫ রান করা বাংলাদেশ তখন চরম বিপর্যয়ে। পঞ্চম উইকেটে ৪৩ বলে ২২ রানের জুটি গড়তে অবদান রেখেছেন ফাহিমা খাতুন ও বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। ২১ তম ওভারের চতুর্থ বলে জ্যোতিকে বোল্ড করে জুটি ভাঙেন নিদা দার। এরপর ৩৪ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৩১.৫ ওভারে ৮১ রানে অলআউট হয়েছে স্বাগতিকেরা। যা ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সর্বনিম্ন স্কোর। বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ ১৮ রান করেছেন ফাহিমা।
পাকিস্তানি দুই বোলার সাদিয়া ইকবাল ও নিদা দারই বাংলাদেশের ব্যাটিং লাইন-আপে ধস নামিয়ে দেন। ২ মেইডেনসহ ১৩ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন সাদিয়া। ১০ রানে ৩ উইকেট পেয়েছেন নিদা। তারও মেইডেন দুটি। উম্মে হানি ২০ রান দিয়ে নেন ৩ উইকেট। ডায়না বাইগ ৬ ওভারে ১৫ রান খরচ করে অবশ্য উইকেট পান নি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post