স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান গ্রেফতার হয়েছেন। দেশটির সাবেক এই প্রধানমন্ত্রীকে আলোচিত তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হলে লাহোরের জামান পার্কের বাসা থেকে আজ (শনিবার) গ্রেফরার করা হয়। ইমরান খানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে টুইট করেছেন পিটিআইয়ের পাঞ্জাব শাখা। টুইট বার্তায় বলা হয়েছে, ‘ইমরান খানকে কোট লাখপাত জেলে নিয়ে যাওয়া হচ্ছে।’
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ইমরান। এর আগে খেলোয়াড়ী জীবনে দারুণ সফল ছিলেন তিনি। ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপে ইমরানের দৃঢ় নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। সেই আসরে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার শঙ্কা জাগা দলকে ‘আহত সিংহ’ বলে তাতিয়ে তোলেন তিনি। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৪ আর ফাইনালে ইংল্যান্ডের সঙ্গে সর্বোচ্চ ৭২ রানের ইনিংসটি খেলেন তিনিই। খেলোয়াড়ী জীবন শেষে ইমরান নাম লেখান রাজনীতিতে।
শনিবার তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন ইসলামাবাদের ট্রায়াল কোর্ট। এ ছাড়া তাকে এক লাখ রুপি জরিমানাও করা হয়েছে। মামলার রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) হুমায়ুন দিলাওয়ার। তিনি বলেন, ইমরান খান ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের নির্বাচন কমিশনে জাল বিবরণ জমা দিয়েছেন। তিনি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। নির্বাচনী আইনের ১৭৪ ধারার অধীনে পিটিআই প্রধানকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
দিলাওয়ার আদালতের আদেশ কার্যকর করার জন্য আদেশের একটি অনুলিপি ইসলামাবাদের পুলিশ প্রধানের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন। চলতি বছরের ১০ মে রাষ্ট্রীয় উপহারসামগ্রী বিক্রির অভিযোগে মামলায় ইমরানকে অভিযুক্ত করা হয়েছে। এর আগে গত ৯ মে আল-কাদির ট্রাস্ট মামলায় আদালতে হাজিরা দিতে গেলে পিটিআই প্রধান ইমরানকে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে গ্রেফতার করে পাকিস্তানি রেঞ্জার্স। এর প্রতিবাদে উত্তাল হয়ে উঠে গোটা পাকিস্তান। পরে দুই দিনের মাথায় তাঁকে মুক্তি দেওয়া হয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০