স্পোর্টস ডেস্কঃ ভারত বিশ্বকাপে স্পিনে বিকল্প খুঁজছে পাকিস্তান। জানা গেছে, বিশ্বকাপের দল নিয়ে নির্বাচকদের সঙ্গে বৈঠক হয়েছে অধিনায়ক বাবর আজমের। আর সেখানে উঠে এসেছে আবরার আহমেদের নাম। আর তাঁকে জায়গা দিতে বাদ পড়তে পারেন শাদাব খান। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান এমনটাই তাদের এক প্রতিবেদনে জানিয়েছে।
শাদাবকে বিশ্বকাপ দলে না নিয়ে ২৪ বছর বয়সী রহস্য লেগ স্পিনার আবরারকে নেওয়ার ভাবনা-চিন্তা চলছে। আবরার এখনও কোন ওয়ানডে খেলেননি। তবে ৬ টেস্ট খেলে নিয়েছেন ৩৮ উইকেট। দু’বার ইনিংসে পাঁচ উইকেট এবং একবার ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন। এদিকে সদ্য সমাপ্ত এশিয়া কাপে ৫ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন শাদাব। এরমধ্যেই ৪টিই নেপালের বিপক্ষে। বেশ খরুচেও ছিলেন তিনি।
এদিকে মোহাম্মদ হারিস, উসামা মীর, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবং ফাহিম আশরাফের পাকিস্তানের বিশ্বকাপ দলে টিকে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। হাসান আলী এবং ডানহাতি লেগ-ব্রেক স্পিনার আবরার ১৫ সদস্যের দলে অন্তর্ভুক্ত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের গণমাধ্যম এমনটাই জানিয়েছে। আগামী বুধ বা বৃহস্পতিবার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করতে পারে পাকিস্তান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post