স্পোর্টস ডেস্ক:: পাকিস্তান পেস আক্রমণের বড় তারকা নাসিম শাহকে ছাড়াই যাচ্ছে বিশ্বকাপে। পাকিস্তান ক্রিকেট বোর্ড ১৫ জনের দল ঘোষণা করেছে। পেস আক্রমণে হাসান ছাড়াও আছেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও মোহাম্মদ ওয়াসিমরা।
পিসিবির প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক বলেন, হাসানকে দলে নেওয়া নিয়ে বলেন, ‘নাসিম আমাদের প্রধান বোলার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চোটের কারণে তাকে পাওয়া যাচ্ছে না। (মোহাম্মদ) হাসনাইন আর ইহসানুল্লাহও চোটে ভুগছে। হাসানকে বাছাই করা হয়েছে তার অভিজ্ঞতার কারণে। পাকিস্তানের হয়ে বড় টুর্নামেন্টে ভালো করেছে সে। নাসিমের জায়গায় আমাদের এমন কাউকে দরকার ছিল, যে নতুন বলে বোলিং করতে পারবে। হাসান নতুন ও পুরোনো দুই রকম বলেই ভালো বোলিং করে, একই সঙ্গে টিমম্যানও। ওর উপস্থিতি দলকে শক্তি জোগাবে।’
পাকিস্তান বিশ্বকাপ স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হারিস রউফ, হাসান আলী, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম।
রিজার্ভ: মোহাম্মদ হারিস, আবরার আহমেদ ও জামান খান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০