স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে আজ জোড়া ম্যাচ। সকাল ১১টায় শুরু হওয়া ম্যাচে খেলছে বাংলাদেশ ও ইংল্যান্ড। অন্যদিকে দুপুর আড়াইটা থেকে শুরু হয়েছে শ্রীলঙ্কা-পাকিস্তান লড়াই। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে এই ম্যাচে আগে ব্যাট করে লঙ্কানরা। নির্ধারিত ওভারে স্কোর বোর্ডে ৩৪৪ রানের পাহাড়সম পুঁজি পেয়েছে তারা।
যদিও শ্রীলঙ্কার শুরুটা ভালো হয় নি। দলীয় ৫ রানের মাথায় রানের সাজঘরে ফেরেন ওপেনার কুশল পেরারা। এরপর ৯৫ বলে ১০৫ রানের জুটি গড়েন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। ৬১ বলে ৫১ রান করে নিশাঙ্কা আউট হয়ে গেলেও পাকিস্তানি বোলারদের তুলোধুনো করে সেঞ্চুরি তুলে নেন কুশল মেন্ডিস। ৭৭ বলে ১২২ রান করে আউট হন তিনি। মেরেছেন ১৪টি চার ও ৬টি ছয়।
মেন্ডিস আউট হওয়ার আগে সেঞ্চুরি করেছেন ৬৫ বলে, যেটা বিশ্বকাপে শ্রীলঙ্কার দ্রুততম। এর আগে বিশ্বকাপে লঙ্কানদের দ্রুততম সেঞ্চুরিটি ছিল কুমার সাঙ্গাকারার। ২০১৫ সালের বিশ্বকাপে ওয়েলিংটনে ইংল্যান্ডের বিপক্ষে তিনি সেঞ্চুরি করেছিলেন ৭০ বলে। শ্রীলঙ্কার আরেক সেঞ্চুরিয়ান সাদিরা সামারাবিক্রমা ৮৯ বলে ১০৮ রানের ইনিংসটি সাজিয়েছেন ১১ চার ও ২ ছয়ে। তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি ৮২ বলে। এ ছাড়া ওপেনার পাতুম নিশাঙ্কা ৬১ বলে করেছেন ৫১ রান।
পাকিস্তানের পক্ষে ৭১ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন হাসান আলী। হারিস রউফ ২টি ও একটি করে উইকেট নেন আফ্রিদি, মোহাম্মদ নেওয়াজ ও শাদাব খান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post