স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে পাকিস্তান দলের ভরাডুবির পর চুক্তির ছয় মাস পূর্ণ হওয়ার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মরনে মরকেল। আজ সোমবার তিনি পদত্যাগপত্র জমা দেন। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
চলতি বছরের জুন থেকে ছয় মাসের চুক্তিতে পাকিস্তানের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল মরকেলের, যদিও বিশ্বকাপ শেষ হওয়ার আগেই সরে দাঁড়াচ্ছেন তিনি। পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে শিগগিরই তারা বোলিং কোচ নিয়োগ দিবে। গুঞ্জন রয়েছে ওমর গুল পেতে যাচ্ছেন এই দায়িত্ব।
বিশ্বকাপে পাকিস্তানের তিন বিভাগই হতাশ করেছেন দেশটির ক্রিকেট সমর্থকদের। ব্যাটসম্যানরা যেমন প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়েছেন, তেমনি বোলাররাও ছিলেন ধারাবাহিকহীন। ফিল্ডিং ছিল যাচ্ছেতাই। মাঝেমাঝে ব্যাটসম্যানরা জ্বলে উঠেছিলেন ঠিকই, তবে প্রয়োজনের সময় তারা চ্যালেঞ্জটা নিতে পারেননি। তাতেই সেমির দৌড় থেকে ছিটকে যায় পাকিস্তান।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লৌক্ষ্ণ সুপার জায়ান্টসের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মরকেল। ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া দলের বোলিং কোচ ছিলেন তিনি।এছাড়া দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ এসএ টুয়েন্টিতে ডারবান সুপার জায়ান্টসের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন ডানহাতি এই পেসার।
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড নারী দলের সঙ্গেও যুক্ত ছিলেন মরকেল। দক্ষিণ আফ্রিকার হয়ে ৮৬ টেস্টে ৩০৯, ১১৭ ওয়ানডেতে ১৮৮ ও ৪৪টি টি-টোয়েন্টিতে ৪৭ উইকেট নেন তিনি। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে নাম লেখান দীর্ঘদেহী এই পেসার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০