স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান জাতীয় দলের বোলিং কোচ হতে যাচ্ছেন মর্নে মরকেল। জনপ্রিয় গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে এমনটাই। আসন্ন আইপিএলে বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন শেষ করেই পাকিস্তান দলে যোগ দেবেন তিনি। বর্তমানে আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বোলিং কোচ হিসেবে কর্মরত আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার।
নামিবিয়া দলের হয়ে ২০২২ সালে অস্ট্রেলিয়াতে টি–টোয়েন্টি বিশ্বকাপে বোলিং কোচ ছিলেন মরকেল। দক্ষিণ আফ্রিকার টি–টোয়েন্টি লিগ এসএটুয়েন্টিতে তিনি কাজ করেছেন ডারবান সুপার জায়ান্টসের বোলিং কোচ হিসেবে। দক্ষিণ আফ্রিকায় নারীদের টি–টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড নারী দলের সঙ্গেও কাজ করেছেন সাবেক এই ডানহাতি পেসার।
২০০৬ সালে ভারতের বিপক্ষে ডারবানে অভিষেক হয় মরনে মরকেলের। ২০০৭ সালে আফ্রিকা একাদশ ও এশিয়া একাদশের বিপক্ষের ম্যাচে বেঙ্গালুরুতে ওয়ানডে অভিষেক হয় তার। আর একই বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জোহানেসবার্গে টি-টোয়েন্টিতে অভিষেক হয় এই পেসারের।
৩৩ বছর বয়সী এই পেসার দক্ষিণ আফ্রিকার হয়ে ৮৩টি টেস্ট, ১১৭টি ওয়ানডে ও ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সব ফরম্যাটে নিয়েছেন ৫২৯ উইকেট। ২৮.০৮ গড়ে টেস্টে তিনি নিয়েছেন ২৯৪টি উইকেট। ২০১৮ সালে তিনি ক্রিকেট থেকে অবসরে যান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post