স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ইসলামাবাদ ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে প্রথম চার দিনের ম্যাচের প্রথম দিনে ৪৪.৩ ওভারে মাত্র ১২২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল। জবাব দিতে নেমে (বুধবার) ৪ উইকেটে ৩৬৭ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। ফলে তাদের লিড দাঁড়িয়েছে ২৪৫ রান।
এর আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। ৪৪.৩ ওভারে মাত্র ১২২ রানে অলআউট হয় তারা। বাংলাদেশ ‘এ’ দলের ইনিংসে ধ্বস নামান পাকিস্তান শাহীন্সের পেসার নাসিম শাহ ও মীর হামজা। নাসিম ৮.৩ ওভারে ১ মেডেনসহ ২৪ রান দিয়ে ৩টি উইকেট নেন। হামজা ১১ ওভারে ৩ মেডেনসহ ৩৩ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। আর মোহাম্মদ রমিজ জুনিয়র ১১ ওভারে ২ মেডেনসহ ৪১ রান দিয়ে ২টি উইকেট পান।
ব্যাট হাতে বাংলাদেশের মাহমুদুল হাসান জয় ৯ চারে সর্বোচ্চ ৬৫ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন মুশফিকুর রহিম। এছাড়া মুমিনুল হক ১১ ও রেজাউর রহমান রাজা করেন ১০ রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি। জবাব দিতে নেমে পাকিস্তানের মিডল অর্ডারে ব্যাটার উমর আমিন খেলেছেন ম্যারাথন এক ইনিংস। করেছেন ১৭৭ রান। বাংলাদেশি বোলারদের ওপর তিনি কেমন আধিপত্য দেখিয়েছেন, তা সহজেই অনুমেয়। উমর আমিন সেঞ্চুরি করেছেন ২৩ চার ও এক ছক্কার বাউন্ডারিতে।
স্বাগতিকদের অধিনায়ক সৌদ শাকিলও খেলেছেন দারুণ এক ইনিংস। তিনি ৭৬ রান করেছেন। আমিনের সঙ্গে বড় জুটি গড়তে শাকিলের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। দ্বিতীয় উইকেট জুটিতে দুজন মিলে তোলেন ১৯৫ রান। ফলে এই দুজন আউট হয়ে গেলেও, স্বাগতিকদের খুব একটা অসুবিধায় পড়তে হয়নি। দিন শেষ হওয়ার আগে শাহিনসের হয়ে সাদ খান ৩১ এবং কামরান গুলাম ২০ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন হাসান মাহমুদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০