পাকিস্তানের রেকর্ড গড়া জয়

0
71

স্পোর্টস ডেস্কঃ গল টেস্ট জিতে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান। শেষ দিনে বাবর আজমদের প্রয়োজন ছিল ৮৩ রান আর শ্রীলঙ্কার ৭ উইকেট। পাল্লাটা পাকিস্তানের দিকে বেশি ভারি থাকলেও, কিছুটা আশা ছিল লঙ্কানদের নিয়েও। আগের দিনের শেষ সেশনে পাকিস্তানের ৩ উইকেট তুলে নেন স্বাগতিক বোলাররা। তবে শেষ পর্যন্ত অসম্ভব কিছু হতে দেন ইমাম উল হক-সৌদ শাকিলরা। পঞ্চম দিনের প্রথম সেশন শেষ হওয়ার আগেই ৪ উইকেটে জয় তুলে নেয় তারা।

রান তাড়ায় ওপেনার আবদুল্লাহ শফিক টিকতে পারেননি বেশিক্ষণ। বাঁহাতি স্পিনার জয়াসুরিয়ার বলে কট বিহাইন্ড হন তিনি। শান মাসুদও এবার টেকেননি। জয়াসুরিয়াকে বেরিয়ে এসে খেলার চেষ্টায় তিনি ধরা পড়েন শর্ট লেগে। ‘নাইটওয়াচম্যান’ হিসেবে নেমে নুমান আলি ফেরেন রান আউটে। এদিকে পঞ্চম দিনের শুরুটা ভালো হয় নি পাকিস্তানের।

আগের দিনের ৬ রান নিয়ে খেলতে নামা বাবর ফেরেন ২৪ রানে। ২৮ বল খেলে ৫টি চার মারেন তিনি। তাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন প্রবাথ। এরপর প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি হাঁকানো শাকিলের সঙ্গে মিলে ৫৫ বলে ৪৩ রান যোগ করেন ইমাম। ইতিহাস গড়া শাকিল আউট হন ৩০ রানে। তাঁর ৩৮ বলের ইনিংসে ছিল ৬টি চার। এরপর পাকিস্তানকে জয়ের দোরগোড়ায় নিয়ে আসেন ইমাম।

৮৪ বলে চারটি চার ও একটি ছকায় ৫০ রানে অপরাজিত ছিলেন ইমাম। প্রথম ইনিংসে ইতিহাস গড়া ২০৮ ও দ্বিতীয় ইনিংসে ৩০ রান করা শাকিল জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার। এ জয়ে দারুণ এক রেকর্ড গড়ল পাকিস্তান। প্রথম সফরকারী দল হিসেবে শ্রীলঙ্কায় ১০টি টেস্ট ম্যাচ জয়ের কৃতিত্ব দেখাল তারা। ছাড়িয়ে গেল তারা ৯ জয় পাওয়া ইংল্যান্ড ও ভারতকে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here