স্পোর্টস ডেস্কঃ মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে ওয়ানডে ক্রিকেটে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল পাকিস্তান। রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৪৭ রানে হেরেছে বাবর আজমরা। এই হারের সঙ্গে সঙ্গে র্যাঙ্কিংয়ে অবনমন হলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। এর আগে শুক্রবার চতুর্থ ওয়ানডে রেকর্ড গড়া জয়ে প্রথমবার শীর্ষস্থানে জায়গা করে নিয়েছিল এশিয়া জায়ান্টরা।
শেষ ম্যাচের হারে আক্ষেপ আছে বাবর আজমের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম, সেভাবে শেষ করতে পারিনি। আজকে রাত তাড়ায় শুরুতে আমরা বেশ কিছু উইকেট হারিয়ে ফেলি। এরপর যখন জুটি গড়া প্রয়োজন ছিল, তখন পারিনি। তারা (নিউজিল্যান্ড) আজকে খুব ভালো বোলিং করেছে। তবে গোটা সিরিজটি আমাদের জন্য ছিল অসাধারণ। অনেক ইতিবাচক প্রাপ্তি আছে এই সিরিজে।’
করাচি জাতীয় স্টেডিয়ামে সফরকারী নিউজিল্যান্ড আগে ব্যাট করে উইল ইয়ং ও টম লাথামের ব্যাটে চড়ে ২৯৯ রান তুলেছিলো। ৩০০ রানের জবাবে ব্যাট করতে নামা পাকিস্তান ইফতিখার আহমেদেত সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংসের সঙ্গে আগা সালমানের হাফ সেঞ্চুরিতে জিততে পারেনি। ৩.৫ ওভার হাতে রেখে ২৫২ রানেই থামে তাদের ইনিংস। ৪৭ রানে ম্যাচ জিতে নেয় কিউইরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post