স্পোর্টস ডেস্কঃ বেজে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দামামা। আর অল্প কিছুদিন পরেই মাঠে গড়াবে বিপিএলের এবারের আসর। শেষ মুহূর্তের প্রস্তুতির মাঝেই পাকিস্তানের হুনাইন শাহকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বিপিএলের এবারের মৌসুমে চট্টগ্রামের জার্সিতে খেলতে দেখা যাবে পেসার পাকিস্তানের জাতীয় দলে খেলা নাসিম শাহর ভাইকে।
চট্টগ্রামের পেস ইউনিটে তরুণ হুনাইন ছাড়াও আছেন কার্টিস ক্যাম্ফার, বিলার খান, স্টিফেন স্কিনাজি, মোহাম্মদ হাসনাইন। দেশি ক্রিকেটার হিসেবে পেস ইউনিটে আছেন সালাউদ্দিন শাকিল, শহিদুল ইসলাম এবং আল আমিন হোসেনের মত পেসাররা। এদিকে হুনাইন পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট শুরু করেছেন ২০২২ সালের শেষদিকে এসে। এখন পর্যন্ত প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেটে ৮টি করে ম্যাচ খেলেছেন। টি-টোয়েন্টিতে মাত্র ১৪ ম্যাচের অভিজ্ঞতা নিয়ে তিনি নাম লেখালেন চট্টগ্রামে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দল- শুভাগত হোম, জিয়াউর রহমান, নিহাদ উজ জামান, শহিদুল ইসলাম, মোহাম্মদ হারিস, নাজিবউল্লাহ জাদরান, আব্দুল্লাহ শফিক, কুশল মেন্ডিস, স্টিফেন স্কিনাজি, মোহাম্মদ হাসনাইন, আভিস্কা ফার্নান্দো, উইল জ্যাকস, তানজিদ হাসান তামিম, আল আমিন সিনিয়র, সৈকত আলী, ইমরানউজ্জামান, কার্টিস ক্যাম্ফার, বিলাল খান, শাহাদাত হোসেন দিপু, সালাউদ্দিন শাকিল ও হুনাইন শাহ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post