স্পোর্টস ডেস্ক:: বিরাট কোহলি ও রোহিত শর্মা বিশ্ব ক্রিকেটের বড় তারকা। ভক্ত-সমর্থকদের দিক দিয়েও তারা এগিয়ে। দু’জনেই আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-২০ কে বিদায় বলে দিয়েছেন। টেস্ট আর ওয়ানডে খেলছেন।
অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট বিদায় জানানোর দ্বারপ্রান্তে ভারতের এই দুই তারকা। অবসরের আগে ভারতের বর্তমান অধিনায়ক ও সাবেক অধিনায়ককে একটি বার পাকিস্তান সফরের অনুরোধ জানিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার কামরান আকমল। তার মতে, পাকিস্তানে বিরাট ও রোহিতের সমর্থক বেশি পাকিস্তানী ক্রিকেটারের চেয়েও।
কামরান আকমল আশা করেন, বিশ্ব ক্রিকেটের এ দুই রোল মডেল ব্যাট-প্যাড তুলে রাখার আগে একটি পাকিস্তানে যাবেন, খেলবেন, দেশটির সমর্থকদের আনন্দে ভাসাবেন।
রাজনৈতিক বৈরিতায় গত দেড় দশক ধরে পাকিস্তান সফরে যাচ্ছে না ভারত। সবশেষ ২০০৮ সালে এশিয়া কাপ খেলতে পাক সফরে যায় ভারত। এরপর থেকে দুই দেশের বৈরিতা বাড়ে। বন্ধ হয়ে যায় দ্বিপাক্ষিক সব সিরিজও। এমনি আইসিসির ইভেন্টেও ভারত পাকিস্তান যাচ্ছে না।
এমন অবস্থায় কামরান আকমল মনে করেন পাকিস্তান সফর করা উচিত বিরাট-রোহিতের। তিনি বলেন, ‘বিরাট এবং রোহিতের অবসরের আগে পাকিস্তান সফর করা উচিত। এই দুজন বিশ্ব ক্রিকেটের তারকা। ক্রিকেট খেলতে বিশ্বজুড়ে ঘুরে বেড়াচ্ছেন তারা। প্রতিটি একক ভক্ত তাদের ভালোবাসে। ব্যাটিং এবং ম্যাচ জেতানো পারফরম্যান্সের কারণে তাদের একটি বিশাল ফ্যানবেস রয়েছে।’
আকমল আরও বলেন, ‘রোহিত বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক। বিরাট বিশ্ব ক্রিকেটের রোল মডেল এবং বুমরাহ (জাসপ্রিত বুমরাহ) এই মুহূর্তে বিশ্বের সেরা পেসার। বিরাট, রোহিত এবং বুমরাহের মতো খেলোয়াড়রা পাকিস্তান সফরে গেলে প্রত্যেক ভক্তই আলাদা কিছু অনুভব করবেন। বিরাট যখন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে পাকিস্তানে গিয়েছিল। কিন্তু তখন তার বেশি সমর্থক ছিল না।’
বিরাট কোহলি ও রোহিত শর্মার সমর্থক বেশি পাকিস্তানে মন্তব্য করে কামরান আকমল আরো বলেন, ‘বিরাট যদি এখন পাকিস্তানে যায়, তাহলে সে সত্যিই তার জনপ্রিয়তা দেখতে পাবে। পাকিস্তানে সে ভিন্ন ধরনের সমর্থন পাবে। পাকিস্তানে বিরাটের চেয়ে জনপ্রিয় কোনো ক্রিকেটার নেই। বিশ্বের অন্য যেকোনো ক্রিকেটারের চেয়ে তার ফ্যান-ফলোয়ার বেশি। এমনকি নিজেদের ক্রিকেট দলের খেলোয়াড়দের চেয়ে পাকিস্তানি ভক্তরা বিরাট, রোহিত এবং বুমরাহকে বেশি সমর্থন করে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০