স্পোর্টস ডেস্ক:: পাকিস্তান ক্রিকেট বোর্ড তরুণ প্রতিভা খুঁজে আনার দায়িত্ব দিয়েছে ড্যারেন স্যামি, শহীদ আফ্রিদী, জাভেদ মিয়াঁদাদ ও শোয়েব মালিকদের উপর। আর এই কাজে পারিশ্রমিক হিসেবে সাবেক এই ক্রিকেটাররা পাবেন বড় অঙ্ক।
পিসিবি আয়োজিত পাকিস্তান জুনিয়র লিগ (পিজেএল)’র তরুণ প্রতিভার সন্ধান চালানো হবে। যোগ্য, প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করবেন মেন্টরের দায়িত্বে থাকা এই তারকা ক্রিকেটাররা। প্রত্যেক মেন্টর পাবেন ৫০ হাজার ডলার করে পারিশ্রমিক। সব মিলিয়ে পাকিস্তানী মুদ্রায় সাত কোটি রুপির বেশি খরচ করছে দেশটির বোর্ড।
পিজেএল অক্টোবরের শুরুতে শুরু হবে। দুই সপ্তাহ ব্যাপী চলবে টুর্নামেন্টটি। পাকিস্তানের বয়স ভিত্তিক অর্থাৎ অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেটাররা খেলবেন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই লিগে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল)’র মতোই হবে সব আয়োজন।
পিএসএলে যেভাবে খেলোয়াড়দের নিলাম থেকে কিনতে হতো, পিজেএলেও ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিলাম থেকে কিনতে হবে তরুণ ক্রিকেটারদের। দিতে হবে পিসিবি নির্ধারিত পারিশ্রমিকও। ফলে খেলার পাশাপাশি দেশটির বয়স ভিত্তিক ক্রিকেটাররা পাবেন আর্থিক সক্ষমতাও।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা জানিয়েছে, জাতীয় দলের পাইপলাইনে ভালো ক্রিকেটার প্রস্তুুত রাখতেই এমন আয়োজন। প্রতি বছরই মাঠে গড়াবে পিজেএল। তরুণ যাতে নিজেদের প্রতিভা প্রকাশ করতে পারেন এবং ভবিষ্যতের জন্য প্রস্তুুত হতে পারেন, সেটাই লক্ষ্য টুর্নামেন্টটির।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০