স্পোর্টস ডেস্ক: আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান। এজন্য এখন থেকেই স্টেডিয়ামগুলোর সংস্কারকাজ শুরু করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এদিকে বর্তমানে পাকিস্তান সফরে থাকা বাংলাদেশ দল স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলবে করাচিতে। তবে এই ম্যাচটি দর্শক শূন্য মাঠে হবে।
আগামী ৩০ আগস্ট করাচিতে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এই ম্যাচে দর্শক না থাকা প্রসঙ্গে পিসিবি জানিয়েছে, দর্শকদের বঞ্চিত করার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। তবে আমরা আমাদের ভক্তদের এই বলে আশ্বস্ত করতে চাই যে স্টেডিয়ামের চলমান উন্নয়নকাজ শেষ হলে তারা আরও ভালোভাবে খেলা দেখতে পারবেন। ভক্তদের স্বাস্থ্য ও নিরাপত্তাকেই আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিই। খুব সতর্কতার সঙ্গে সব ধরনের বিকল্প নিয়ে ভাবার পরেই আমরা দর্শকশূন্য স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টটি আয়োজন করার সবচেয়ে নিরাপদ পথ বেছে নিয়েছি।’
প্রসঙ্গত, ১৯৯৬ বিশ্বকাপের পর পাকিস্তানে আইসিসির আরও কোনো প্রতিযোগিতা হয়নি। লম্বা সময় পর তাদের সামনে সেই সুযোগ এসেছে। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে। এজন্য নিজেদের সব দিক থেকে প্রস্তুত রাখতে চায় তারা। আর তাই নতুন করে সাজানো হচ্ছে স্টেডিয়ামগুলো। এদিকে শুধু করাচিই নয়, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেও সংস্কারকাজ শুরু করেছে পিসিবি। কাজ করা হবে মুলতান ও ইসলামাবাদেও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০