স্পোর্টস ডেস্ক:: আগামি বছরের শুরুতে পাকিস্তানের লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথা। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আয়োজক পাকিস্তানের প্রস্তুুতি দেখতে প্রতিনিধি দল পাঠাচ্ছে।
খুব শীঘ্রই আইসিসির প্রতিনিধিরা পাকিস্তান সফরে যাবেন। লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি ঘুরে দেখবেন। স্টেডিয়ামগুলোর সংস্কার কাজ, ফ্যাসিলিটিজ, গ্রাউন্ডস, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন তারা। প্রতিনিধি দলের রিপোর্টের ভিত্তিতেই আইসিসি পরবর্তী ব্যবস্থা নেবে।
প্রতিনিধি দল সন্তুুষ্ট জনক রিপোর্ট দিলে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ করবে আইসিসি। শুরু করবে টিকিট বিক্রিও। পাকিস্তান ক্রিকেট বোর্ড একক ভাবে টুর্নামেন্ট আয়োজনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।
পিসিবি প্রায় ১২০০ কোটি পাকিস্তানী রুপি ব্যয়ে সংস্কার করছে স্টেডিয়ামগুলো। পাকিস্তানের তিন ভেন্যুতে আগামী বছর ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই টুর্নামেন্টটি আয়োজন করতে পাকিস্তান পুরোপুরি প্রস্তুত কিনা সেটা পরীক্ষা করে দেখতে চায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০