নিজস্ব প্রতিবেদক:: পাকিস্তান ক্রিকেট মানেই অনিশ্চয়তা, রোমাঞ্চকর সব ঘটনা। বাইশ গজে দারুণ কিছু উপহার দেওয়া, পাকিস্তান মানেই ক্রিকেটীয় রাঙিয়ে তুলা। খাদে পড়ে যাওয়া, আবার পরক্ষণেই উঠে দাঁড়িয়ে গর্জন তুলা। সেই ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপ কি এবারের টি-২০ বিশ্বকাপ। ফরম্যাট ভিন্ন হলেও পাকিস্তান দলের চিত্র একই। ক্রিকেট সমর্থকেদের মনে আজো ‘মিরাকল অব নাইন্টি টু’। ১৯৯২ আর ২০২২, এক বিন্দুতেই যেনো পাকিস্তান। আনপ্রেডিক্টেবল পাকিস্তান স্থান এবং ঘটনা সবই মিলিয়ে নিচ্ছে। এবার তবে কি মিরাকল অব টুয়েন্টি টু? ইমরানের দল ৯২তে মেলবোর্নে ওয়েস্ট ইন্ডিজের কাছে বিধ্বস্ত হয়েছিলো ১০ উইকেটে। এবারো এই মেলবোর্নে বিধ্বস্ত হয়ে শুরু পাকিস্তানের। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হার ৪ রানের।
৭৪ রানে অলআউট হয়ে সেবার হারতে হারতে পাকিস্তান বেঁচে যায় বৃষ্টিতে। এবার জিম্বাবুয়ের কাছে হারে খাদের কিনারে দল। পাকিস্তানের মরা গাঙে এডিলেডে জোয়ার এনে দেয় নেদারল্যান্ডস। প্রোটিয়াদের হারিয়ে সম্ভাবনা জাগিয়ে তুলে পাকিস্তানের। বাবর আজমের দল বাংলাদেশকে হারিয়ে সেই সম্ভাবনা শতভাগ কাজে লাগিয়ে নেয়।
বিদায় নিতে নিতে সেমিতে আসা পাকিস্তান ‘মিরাকল অব নাইন্টি টু’র সেমিফাইনালে নিউজিল্যান্ড বাঁধা টপকে যায়। এবারো ধুঁকতে ধুঁকতে আসা পাকিস্তান সেমিতে সেই নিউজিল্যান্ডকে পরাস্ত করে স্বপ্নের ফাইনালে। মেলবোর্নের ফাইনালেও সেই একই প্রতিপক্ষ। ‘মিরাকল অব নাইন্টি টু’র প্রতিপক্ষ ইংল্যান্ডকে পেয়ে পাকিস্তান অধিনায়ক বাবর আজম নিশ্চয়ই চাইবেন ‘মিরাকল অব টুয়েন্টি টু’ করতে?
সময়ের ব্যবধান হয়েছে টিকই। তবে মাঠের চিত্র খুব একটা পাল্টায়নি। ইমরানের খানের জায়গায় কেবল বাবর আজম। ‘মিরাকল অব নাইন্টি টু’তে ইমরান খান করেছিলেন বাজিমাত। কুয়ার গভীরে পরেও জিতেছিলেন ট্রফি। মেলবোর্নে উঁচিয়ে ধরে ছিলেন বিশ্ব সেরার মুকুট। এবার বাবর আজমের সামনেও সেই সুযোগ। খাদের কিনায় পড়ে যাওয়া, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ফাইনাল। বাবর আজম চাইবেন এবার তিনি ইমরান খান হতে। ধুঁকতে থাকা পাকিস্তানকে বিশ্বসেরা করতে। মিরাকল অব টুয়েন্টি টু হতে। সেই সুযোগও আছে তার।
নিউজিল্যান্ড বাঁধা টপকে পাকিস্তান এসেছে ফাইনালে। ভারতকে উড়িয়ে দিয়ে ফাইনালে এসেছে ইংল্যান্ডও। সাত উইকেটের বড় জয় ছিলো পাকিস্তানের, ইংল্যান্ডের জয় আরো বড়। রোহিত শর্মাদের তারা গুড়িয়ে দিয়েছে ১০ উইকেটের ব্যবধানে। রোববার মেলবোর্ন অপেক্ষা করছে রোমাঞ্চের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০