স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান যুব দলের প্রধান নির্বাচক নিয়োগ দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই দায়িত্ব তুলে দেয়া হয়েছে সাবেক পেসার সোহেল তানভীরকে। এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। এদিকে এই দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ইউসুফ। তিনি এর আগে পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন।
পিসিবির পোস্ট করা এক ভিডিওতে ইউসুফ বলেছেন, ‘পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দলের দায়িত্ব নিতে পেরে খুশি ও সম্মানিত। আগামী অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ও অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য মুখিয়ে আছি। যেটা ক্রিকেটারদের বেড়ে ওঠার জন্য গুরুত্বপূর্ণ। এই দুই টুর্নামেন্টে আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
২০২৪ সালের ১৩ জানুয়ারি শুরু হয়ে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ১৬ দলের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এর আগে মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে আছে পাকিস্তান। সেখানে তাদের সঙ্গী আফগানিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল। আগামী ৮-১৭ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে হবে যুব এশিয়া কাপ। এরপর আগামী বছরের ১৩ জানুয়ারি থেকে মাঠে গড়াবে যুব বিশ্বকাপ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০