পাকিস্তান একাদশে ফিরছেন নোমান আলী

0
14

স্পোর্টস ডেস্কঃ হাঁটুর চোটের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারবেন না পাকিস্তানের শাহিন আফ্রিদি। রোববার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগে পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানান, আফ্রিদির না থাকা তার দলের জন্য বড় এক ধাক্কা।

আফ্রিদির জায়গায় নোমান আলীর খেলা প্রায় নিশ্চিত বলেই মনে করেন পাকিস্তান অধিনায়ক। বাবর বলেন, ‘পরিস্থিতির কারণে আমরা একজন স্পিনারকে দলে নিচ্ছি। নোমান আলীকে নেওয়া হচ্ছে। সে কাল খেলবে। আমরা দুই পেসারে মাঠে নামব। চেষ্টা করা হবে সেরা একাদশকে মাঠে নামানোর। পরিস্থিতি অনুযায়ী কম্বিনেশন নির্ধারণ করা হবে।’

আফ্রিদির ছিটকে যাওয়া দলের জন্য বড় ধাক্কা, ‘সে না থাকা অবশ্যই বড় ধাক্কা। যেভাবে ও বোলিং করে, দরকারের সময় উইকেট এনে দেয়, তাতে দলের অনেক সুবিধা হয়। দুর্ভাগ্যের বিষয় যে, ও মাঠে নামতে পারছে না। ওর অভাব অবশ্যই টের পাব।’

প্রথম টেস্টে ৩৪২ রানের টার্গেট স্পর্শ করে লঙ্কানদের ৪ উইকেটে হারিয়েছিলো পাকিস্তান। দলের জয়ে প্রধান ভূমিকা ছিলো আফ্রিদির। প্রথম ইনিংসে ৫৮ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। অবশ্য দ্বিতীয় ইনিংসে ৭ ওভারে ২১ রানে উইকেটশূন্য ছিলেন বাঁহাতি এই বোলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here