স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেট দলে আবারো ফিরেছেন ওমর আকমর। গত বছর শৃঙ্খলাবিরোধী কাজের জন্য দল থেকে বাদ পড়ে ছিলেন তিনি।
ওয়েস্টইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টির পর এবার ওডিআই সিরিজেও আকমলকে রেখে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
সবশেষ গত বছরের ওয়ানডে বিশ্বকাপে ওয়ানডে টিমে ছিলেন ওমর আকমল। দীর্ঘ সময় পর আবারো একদিনের ম্যাচে মাঠে নামতে যাচ্ছেন ২৬ বছর বয়সী এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
শুক্রবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিবীয়দের মুখোমুখি হবে টিম পাকিস্তান। বাকি দু’টি ম্যাচ মাঠে গড়াবে ২ ও ৫ অক্টোবর। এরপর রয়েছে তিন ম্যাচের টেস্ট সিরিজ।
পাকিস্তান স্কোয়াড: আজহার আলী (অধিনায়ক), শারজিল খান, বাবর আজম, আসাদ শফিক, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (সহ-অধিনায়ক), ওমর আকমল, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ নওয়াজ, ইমাদ ওয়াসিম, ইয়াসির শাহ, রাহাত আলী, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, হাসান আলী, সোহেল খান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০