স্পোর্টস ডেস্ক:: অবশেষে শুরু হলো চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়োজক স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছেন সেরা আট দলের চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। করাচিতে উদ্বোধনী ম্যাচের টস জিতেছে পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।
স্বাগতিক পাকিস্তান টস জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ডকে। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে মিচেল স্যান্টনারের দলকে আগে ব্যাট করতে হবে।
নিউ জিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়াং, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ন্যাথান স্মিথ, ম্যাট হেনরি, উইল ও’রোক।
পাকিস্তান একাদশ: ফাখার জামান, বাবর আজম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা, তৈয়ব তাহির, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০