স্পোর্টস ডেস্ক:: কোচ হিসেবে তার কদর সারা বিশ্বে। বিশ্ব ক্রিকেটে বড় নাম মিকি আর্থার। এবার তার উপরই বর্তালো পাকিস্তান ক্রিকেটের বড় দায়িত্ব। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মিকি আর্থারকে ‘ডিরেক্টর অব ক্রিকেট’ পদে নিয়োগ দিয়েছে।
অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোর সঙ্গে এর আগে কাজ করেছেন এই কোচ। এর আগেও তিনি পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। ২০১৬-২০১৯ মৌসুমে বাবর আজমদের সামলিয়েছেন। আবারো তিনি ফিরলেন পাকিস্তান ক্রিকেটে।
মিকি আর্থারের অধীনেই ২০১৭ সালে পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে জিতেছিলো চ্যাম্পিয়ন্স ট্রফি। টি-২০ ফরম্যাটে তার অধীনে সেরা দল হয়ে উঠেছিলো পাকিস্তান। এবার তাকে পাকিস্তানের ক্রিকেট নিয়ে পরিকল্পনা, দল গুছানোর মতো বড় কাজ দিলো পিসিবি।
ডিরেক্টর অব ক্রিকেটের পাশাপাশি আর্থার পাকিস্তান দলে কোচিং স্টাফেরও দায়িত্ব পালন করবেন। মূলত ভারতে আগামি বিশ্বকাপ সামনে রেখেই পূর্বে সাফল্য পাওয়া এই কোচকে আবারো ফিরিয়েছে পিসিবি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post