স্পোর্টস ডেস্ক:: পাকিস্তান ক্রিকেটে এক বড় লজ্জার দিন। যুক্তরাষ্ট্রের মতো নবীন আর আইসিসির সহযোগী সদস্য দেশের কাছেই হারতে হয়েছে বিশ্বকাপের মঞ্চে। এদিনকে পাকিস্তানের ক্রিকেটে ডালাস বিপর্যয় বলছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। সমালোচনা মুখর হয়ে উঠছেন তারা।
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এমন হারের পর মুষড়ে পড়েছেন। সংবাদ সম্মেলনে বেশ বিপর্যস্ত দেখা গেছে তাকে। এই লজ্জার হারের দায় তিনি বোলারদের দিয়েছেন। জানিয়েছেন, পাকিস্তান খারাপ খেলেছে। ম্যাচটি সুপার ওভার পর্যন্ত যাওয়ারই কথা ছিলো না। ১৫৯ রান ডিফেন্ড করার সামর্থ্য তার বোলারদের ছিলো। কিন্তুু বোলাররা খারাপ করেছেন।
বোলারদের দায় নিয়ে বাবর বলেন, ‘দ্বিতীয় ইনিংসেও আমরা সাহায্য পেয়েছি। কিন্তু বোলিংয়ের দৃষ্টিকোণ থেকে আমরা মানসম্পন্ন ছিলাম না। প্রথম ১০ ওভারে এটার ঘাটতি ছিল। আমরা তারপর ফিরে এলেও ওরা তার আগেই মোমেন্টাম পেয়েছে। তবে আমাদের বোলিং বিচারে (রানের) পুঁজিটা ডিফেন্ড করা উচিত ছিল। এই পিচে আমাদের বোলিং বিচারে এটা ডিফেন্ড করার মতোই পুঁজি ছিল।’
পাকিস্তান পরিকল্পনা মতো খেলতে পারেনি জানিয়ে অধিনায়ক বলেন, ‘যেকোনো টুর্নামেন্টেই সেরা প্রস্তুতি নিয়ে আসতে হয়। এটা আসলে মানসিকতার ব্যাপার। (যুক্তরাষ্ট্রের মতো) এমন দলের বিপক্ষে একটু শিথিলতা থাকেই। তবে নিজেদের পরিকল্পনাটা কাজে লাগাতে না পারলে সেটা যে দলই হোক ভোগাবেই। তাই আমার মতে, পরিকল্পনাগুলো কাজে লাগানোর ব্যাপারে আমরা ভালো ছিলাম না। প্রস্তুতিতে আমরা ভালো করেছি। কিন্তু ম্যাচে দল হিসেবে পরিকল্পনা কাজে লাগাতে পারিনি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post