পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্ব নিয়ে ফিরেছেন ব্রাডবার্ন

0
68

স্পোর্টস ডেস্কঃ আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে পাকিস্তান-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। লাহোর, রাওয়ালপিন্ডি ও করাচিতে খেলা হবে দুই সিরিজ। ৫ টি-টোয়েন্টির সিরিজ শেষে সমানসংখ্যক ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবে দু’দল। কিউইদের বিপক্ষে আসন্ন সিরিজে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে গ্রান্ড ব্রাডবার্ন।

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রাডবার্ন। নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটার এর আগে পাকিস্তানের ফিল্ডিং কোচ ছিলেন। পুরনো ঠিকানায় নতুন দায়িত্ব নিয়ে ফিরেছেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

২০১৮ সালে পাকিস্তানের ফিল্ডিং কোচের দায়িত্ব পেয়েছিলেন ব্রাডবার্ন। পদত্যাগ করার আগে ২০২১ সাল পর্যন্ত ছিলেন হাই পারফরম্যান্স কোচিংয়ের প্রধান ছিলেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার। মূলত রমিজ রাজা পিসিবির প্রধান হওয়ায় চাকরি ছেড়েছিলেন ব্রাডবার্ন।

কদিন আগে শারজাহতে হওয়া আফগানিস্তান সিরিজে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচ ছিলেন আব্দুল রেহমান। নিউজিল্যান্ড সিরিজেও দলের সঙ্গে রাখা হচ্ছে তাকে। যদিও তিনি দায়িত্ব পালন করবেন ব্রাডবার্নের সহকারী হিসেবে।

পাকিস্তান ও নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ সূচি-

১৪ এপ্রিল – ১ম টি-টোয়েন্টি, লাহোর।

১৫এপ্রিল – ২য় টি-টোয়েন্টি, লাহোর।

১৭ এপ্রিল – ৩য় টি-টোয়েন্টি, লাহোর।

২০ এপ্রিল – ৪র্থ টি-টোয়েন্টি, রাওয়ালপিন্ডি।

২৪ এপ্রিল – ৫ম টি-টোয়েন্টি, রাওয়ালপিন্ডি।

ওয়ানডে সিরিজ সূচি-

২৭ এপ্রিল – ১ম ওয়ানডে, রাওয়ালপিন্ডি।

২৯ এপ্রিল – ২য় ওয়ানডে, রাওয়ালপিন্ডি।

৩ মে – ৩য় ওয়ানডে, করাচি।

৫ মে – ৪র্থ ওয়ানডে, করাচি।

৭ মে – ৫ম ওয়ানডে, করাচি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here