পাকিস্তান ঘুরে শ্রীলঙ্কা যাবেন আফ্রিদি-হারিস

0
73

স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। আর সেই সিরিজ আয়োজিত হবে শ্রীলঙ্কায়। এশিয়া কাপ এবং বিশ্বকাপ প্রস্তুতিকে সামনে রেখে এই সিরিজের স্বাগতিক মূলত আফগানরা। নিজেদের দেশের মাঠে খেলতে না পারায় লঙ্কা দ্বীপে সিরিজ আয়োজন করেছে দেশটি।

এদিকে সামনের এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে নিজেদের সেরা প্রস্তুতি নিতে আফগানিস্তান সিরিজকে বেশ গুরুত্ব দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পূর্ণ শক্তির দল নিয়েই তারা আফগানদের মোকাবেলা করবে। এজন্য দ্য হান্ড্রেড থেকে শাহিন আফ্রিদি ও হারিস রউফকে ছাড়িয়ে এনেছে পাকিস্তান। দলের সাথে এই দুই ক্রিকেটার যাবেন শ্রীলঙ্কায়।

এবারের দ্যা হান্ড্রেডে ওয়েলশ ফায়ারের হয়ে খেলেছেন আফ্রিদি ও হারিস। তাদের বদলি হিসেবে দলে যোগ দেবেন লকি ফার্গুসন এবং ম্যাট হেনরি। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এই দুই পেসারকে অনাপত্তিপত্র দিয়ে দিয়েছে। দ্যা হান্ড্রেডের পরপর ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। কিউই দলে অবধারিতভাবেই থাকবেন ফার্গুসন এবং হেনরি।

এদিকে আগামী ২২ এবং ২৪ আগস্ট শ্রীলঙ্কার হাম্বানটোটায় অনুষ্ঠিত হবে আফগানিস্তান-পাকিস্তান সিরিজের প্রথম দুই ম্যাচ। আর কলম্বোতে শেষ ম্যাচ হবে ২৬ আগস্ট। এবারের এশিয়া কাপের আসর শুরুর আগে লঙ্কা দ্বীপে ভালো প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজ খেলতে চায় আফগানরা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here