স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে পরিবর্তন এনেছে পাকিস্তান। স্পিনার আবরার আহমেদ, ব্যাটার কামরান গুলাম ও পেস বোলিং অলরাউন্ডার আমের জামালকে দলে ফিরিয়েছে তারা।
আগামী শুক্রবার (৩০ আগস্ট) রাওয়ালপিণ্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। এর আগে আবরার, আমের ও কামরান প্রথম টেস্টের স্কোয়াডে প্রাথমিকভাবে ছিলেন। কিন্তু পুরো ফিট না থাকায় আমেরকে বিশ্রাম দেয়া হয়। আর আবরার ও কামরানকে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে শাহিনসের হয়ে চারদিনের ম্যাচ খেলার জন্য ছেড়ে দেয়া হয়।
দ্বিতীয় টেস্টের জন্য পাকিস্তানের স্কোয়াড- শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আমির জামাল (ফিটনেস সাপেক্ষে), আবরার আহমেদ, আবদুল্লাহ শফিক, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক) ও শাহিন আফ্রিদি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০