স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের মাঝপথে ছিটকে যাওয়া নাজমুল হোসেন শান্ত দেশে ফিরেছেন। পাকিস্তান থেকে গত রাতে ঢাকায় আসেন বাঁহাতি এই ব্যাটার। পেশির চোটে পুরো এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়া এই ক্রিকেটার খেলতে পারবেন না চলতি মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে। জানা গেছে তাঁকে ছাড়াই কিউইদের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিতে আফগানিস্তান ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। কঠিন সমীকরণের মুখে দাঁড়িয়ে থাকা টাইগারদের দারুণ এক সেঞ্চুরি উপহার দিয়েছিলেন শান্ত। সাথে মেহেদি হাসান মিরাজ নৈপূণ্যে বড় জয়ে আসরে সুপার ফোর নিশ্চিত করে সাকিব আল হাসানের দল। তবে আফগানদের বিপক্ষে ম্যাচে পেশিতে টান লাগে শান্তর। তাতে ছিটকে যান আসর থেকে।
দেশে ফিরে অবশ্য কোনো গণমাধ্যমের মুখোমুখি হননি শান্ত। বিমান বন্দর থেকে বের হয়ে সোজা কালো গাড়িতে করে স্থান ত্যাগ করেছেন। কিছুদিন থাকবেন পুনর্বাসন প্রক্রিয়ার। ঘরের মাঠে কিউইদের বিপক্ষে সিরিজেও দেখা যাবে না তাকে। তবে বিশ্বকাপে পুরোপুরি ফিট শান্তকে পাওয়া যাবে বলে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। আগামী ২১ সেপ্টেম্বর শুরু নিউজিল্যান্ড সিরিজ। ২৩ ও ২৬ তারিখ মিরপুরে হবে বাকি দুটি ম্যাচও। আপাতত শান্ত’র সার্ভিস ছাড়া সবকটি ম্যাচ খেলতে হচ্ছে বাংলাদেশকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post