স্পোর্টস ডেস্কঃ সাম্প্রতিক সময়ে পাকিস্তানি বংশোদ্ভূত আরব আমিরাতের ক্রিকেটার উসমান খানকে ৫ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। এর ফলে ইসিবি আয়োজিত কোনো টুর্নামেন্টে আগামী ৫ বছর খেলতে পারবেন না উসমান। মূলত আমিরাত ছেড়ে পাকিস্তানের জাতীয় ক্যাম্পে যোগ দিতে চাওয়া ও পাকিস্তান দলের হয়ে খেলার ইচ্ছা প্রকাশের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে ইসিবি।
তবে এমন দুঃসময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পাশে পান উসমান। পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছিলেন, পাকিস্তানের হয়ে খেলতে বাঁধা নেই উসমানের। জাতীয় দলের হয়ে খেলবে সে। এবার তার কথাই সত্যি হলো। আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছেন উসমান খান। প্রথমবারের মতো পাকিস্তানের জার্সিতে খেলার অপেক্ষায় আছেন তিনি।
উসমানের সাথে প্রথমবারের মতো দলে ডাকা হয়েছে ইরফান খান নিয়াজিকে। ১৭ সদস্যের এই দলে ফিরেছেন পেসার মোহাম্মদ আমির ও অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। দুজনই সাম্প্রতিক সময়ে নিজেদের অবসর ভেঙেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। এদিকে অধিনায়ক হিসেবে আবারও ফিরেছেন বাবর আজম। মূল দলের বাইরেও পাঁচ জন ক্রিকেটার রিজার্ভ তালিকায় রাখা হয়েছে।
রাওয়ালপিণ্ডিতে আগামী ১৮ এপ্রিল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। একই ভেন্যুতে ২০ ও ২১ এপ্রিল সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এরপর লাহোরে ২৫ ও ২৭ এপ্রিল সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান ও নিউজিল্যান্ড দল।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ১৭ সদস্যের দল
বাবর আজম (অধিনায়ক), উসমান খান, আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, ইরফান খান নিয়াজি, নাসিম শাহ, সাইম আইয়ূব, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, উসামা মীর ও জামান খান।
নন-ট্র্যাভেলিং রিজার্ভঃ হাসিবুল্লাহ, মোহাম্মদ আলি, ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান এবং সালমান আলি আঘা।
Discussion about this post