স্পোর্টস ডেস্কঃ অনুশীলনে পাওয়া চোট কাল হলো হারিস সোহেলের জন্য। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। এই ব্যাটারের ছিটকে যাওয়ার খবর শনিবার এক বিবৃতি দিয়ে জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাঁকে ছাড়াই আজ কিউইদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলছে বাবর আজমের দল।
গত বৃহস্পতিবার প্রথম ওয়ানডে শুরুর আগে বাঁ কাঁধে চোট পান হারিস। আর সেই চোটের কারণেই পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। বিশ্বকাপের বছরে মারাত্বক চোট পাওয়া হারিস দুঃসংবাদই দিলেন পিসিবিকে। এর আগে ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপ দলের অংশ ছিলেন অভিজ্ঞ এই ব্যাটার।
পাকিস্তান-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ বাকি ম্যাচ সূচি-
৩ মে – ৩য় ওয়ানডে, করাচি।
৫ মে – ৪র্থ ওয়ানডে, করাচি।
৭ মে – ৫ম ওয়ানডে, করাচি।
পাকিস্তানের ওয়ানডে দলঃ বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, হারিস রউফ, ইহসানুল্লাহ, ইমাম-উল হক, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সালমান আলী আগা, শাহিন আফ্রিদি, শান মাসুদ ও উসামা মীর।
রিজার্ভ: আব্বাস আফ্রিদি, আবরার আহমেদ ও তৈয়ব তাহির।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০