স্পোর্টস ডেস্ক:: পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম টি-২০ থেকে আয় করা সব টাকা দান করে দিয়েছে। ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়া ও তুরস্কের অসহায় মানুষের জন্য সিরিজের শেষ ম্যাচের সব আয় দান করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
ঘরের মাঠে পাকিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ সমায় শেষ করেছে। দু’টি করে ম্যাচ জিতেছে দুই দল। একটি ম্যাচ ভেসেছে বৃষ্টিতে। সিরিজের শেষ ম্যাচটি জিতে সমতায় সিরিজ শেষ করে সফরকারী নিউজিল্যান্ড।
চ্যাপম্যানের সেঞ্চুরিতে সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের হারায় কিউরা। ম্যাচটিতে মোহাম্মদ রিজওয়ান দুর্দান্ত ব্যাটিং করেন। ৯৮ রানে অপরাজিত থাকেন তিনি। তবে তার ব্যাটিং ছাপিয়ে চ্যাপম্যান শতক হাঁকিয়ে সিরিজ বাঁচান।
পাকিস্তান ক্রিকেট বোর্ড পঞ্চম ম্যাচের টিকিটসহ অন্যান্য খাত থেকে আয় করা সবক’টি টাকা তুরস্ক ও সিরিয়ার মানুষের সাহায্যের জন্য দান করার সিদ্ধান্ত নিয়েছে। পিসিবির এমন উদ্যোগ প্রশংসায় ভাসছে।আগে ব্যাট করা পাকিস্তান রিজওয়ানের ৯৮ রানের সুবাদে ৫ উইকেটে ১৯৩ রান তুলেছিলো।
জবাবে ব্যাট করতে নামা সফরকারী নিউজিল্যান্ড সেঞ্চুরিয়ান মার্ক চ্যাপম্যানের সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে। মাত্র ৫৭ বলে ১০৪১ রানের ঝলমলে এক ইনিংস খেলেন এই সেঞ্চুরিয়াত। তাতেই ৬ উইকেটের জয় পায় সফরকারীরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০