পাকিস্তান পিছিয়ে আছে ৩৩৩ রানে

0
19

স্পোর্টস ডেস্ক:: গল টেস্টে বড় ব্যবধানে পিছিয়ে আছে পাকিস্তান। দ্বিতীয় দিনের খেলা শেষে স্বাগতিক শ্রীলঙ্কা এগিয়ে আছে বড় ব্যবধানে। দুই দলের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি চলছে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ২২২ রান তুলেছিলো। জবাবে খেলতে নামা পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে ২১৮ রানে অলআউট হয়। এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা দিন শেষে ৯ উইকেটে ৩২৯ রান তুলেছে। তাতে দলটি এগিয়ে আছে ৩৩৩ রানে।

এগিয়ে থেকে ব্যাট করতে নামা লঙ্কানরা দিনেশ চান্দিমালের ব্যাটেই বড় সংগ্রহের পথে এগুচ্ছে। এক প্রান্ত আগলে রাখা এই ব্যাটার পাঁচ চার ও দুই ছয়ে ১২১ বলে ৮৬ রানে অপরাজিত আছেন। শেষ উইকেটে প্রবাথ জয়াসুরিয়া ৪ রানে অপরাজিত আছেন। ৬৪ রান এসেছে ওপেনার ফানান্দোর ব্যাট থেকে। ১২৫ বলের ইনিংসে এই ওপেনার ছয়টি চার ও একটি ছক্কা হাঁকিয়ছেন। নয় চারে ১২৬ বলে ৭৬ রান করেছেন কুশল মেন্ডিস।

পাকিস্তানের হয়ে মোহাম্মদ নেওয়া ৫টি ও ইয়াসির শাহ ৩টি উইকেট লাভ করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here