পাকিস্তান বধে বড় অবদান জাদরানের, জিতলেন সেরার পুরষ্কার

0
68

স্পোর্টস ডেস্কঃ চলতি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর পর এবার পাকিস্তানকেও হারিয়ে দিয়েছে আফগানিস্তান। সোমবার চেন্নাইয়ে ৮ উইকেটের বড় জয় পেয়েছে আফগানরা। আগে ব্যাট করে ২৮২ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। জবাব দিতে নেমে আলো ছড়িয়েছেন রহমত শাহ, ইবরাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজরা।

১১৩ বলে ৮৭ রানের অনবদ্য ইনিংস খেলা ইবরাহিম জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। রান তাড়ায় গুরবাজকে নিয়ে আফগানিস্তানকে ভালো শুরু এনে দেন তিনি। পাওয়ার প্লে-তে কোনো উইকেট না হারিয়ে আফগানরা করে ৬০ রান। ৮ চারে ৫৪ বলে ইব্রাহিম স্পর্শ করেন পঞ্চাশ।

দ্বিতীয় উইকেটে রহমাত শাহর সঙ্গে ৬০ রানের আরেকটি চমৎকার জুটিতে দলকে দৃঢ় ভিতের ওপর দাঁড় করান জাদরান। সেঞ্চুরির পথেই ছিলেন তিনি। হাসান আলির অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে কট বিহাইন্ড হয়ে ফেরেন এই ওপেনার। এরপর ৯৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাকিটা সারেন রহমাত ও অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী।

ওয়ানডেতে আফগানদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড এটি। এর আগে সর্বোচ্চ ২৭৪ রানের লক্ষ্য তাড়ায় জিতেছিল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, ২০১৪ সালে। পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তান দুটি টি-টোয়েন্টি জিতলেও ওয়ানডে সংস্করণে প্রথম জয় এটিই। দুই দলের আগের সাত ম্যাচে জিতেছিল পাকিস্তান।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here