স্পোর্টস ডেস্কঃ বিদেশি কোচিং স্টাফের নিরাপত্তা শঙ্কা আর ক্রিকেটারদের প্রস্তুতি ঘাটতির কারণে চারদিন আগে পাকিস্তান যাচ্ছে জাতীয় দল। সোমবার ঢাকা ছাড়বে টাইগাররা। আনুষ্ঠানিক বিবৃতিতে এই খবর জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারাই মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আমন্ত্রণ পাঠায়। সেটি গ্রহণ করে আগেভাগে পাকিস্তানে যাওয়ার ব্যাপারে রাজি হয় বিসিবি।
এদিকে পিসিবির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। পিসিবির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশ দলকে এমন সুযোগ দেওয়ার জন্য পিসিবিকে আমরা ধন্যবাদ দিতে চাই। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচের আগে এটা নিশ্চিতভাবেই আমাদের খেলোয়াড়দের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে।’
পূর্ব নির্ধারিত সূচিতে ১৭ অগাস্ট পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছানোর কথা ছিল বাংলাদেশ দলের। এখন নতুন সূচিতে সোমবার (১৩ অগাস্ট) সকালে লাহোরে পৌঁছে যাবে তারা। পরে ১৬ অগাস্ট পর্যন্ত গাদ্দাফি স্টেডিয়ামে চলবে অনুশীলন। এরপর ১৭ অগাস্ট ইসলামাবাদে যাবে বাংলাদেশ। সেখানে তিন দিন অনুশীলনের পর শুরু হবে টেস্ট সিরিজের খেলা। ইসলামাবাদে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ শুরু হবে ২১ অগাস্ট। পরে করাচিতে দ্বিতীয় ম্যাচ শুরু ৩০ অগাস্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০