স্পোর্টস ডেস্ক:: পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বড় দায়িত্ব দিয়েছে সাবেক ক্রিকেটার, প্রধান কোচ মিসবাহ উল হক, সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইনজামাম উল হক ও মোহাম্মদ হাফিজকে। মিসবাহ প্রধান কোচের দায়িত্ব পালনের পাশাপাশি এবার পেয়েছেন আরেকটি দায়িত্ব।
পিসিবি নতুন করে টেকনিক্যার কমিটি গঠণ করেছে। এই কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে হেড কোচ মিসবাহ উল হককে। সদস্য করা হয়েছে ইনজামাম ও হাফিজকে। বোর্ডের চেয়ারম্যান মূলত এই টেকনিক্যাল কমিটির পরামর্শ মেনেই চলেন।
অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফাকে পরামর্শ দেবেন হাফিজ, মিসবাহ ও ইনজামামরা। গত সপ্তাহেই হাই-প্রোফাইল টেকনিক্যাল কমিটি তৈরির ঘোষণা দেন জাকা আশরাফ। পিসিবি সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে এই কমিটিকে। দেশটির ক্রিকেট বিষয়ক সবকিছুই দেখভাল করবে এই কমিটি। তাদের নির্দেশনা মানতে হবে সকলকে।
অসীম ক্ষমতার টেনকিন্যাল কমিটির দায়িত্ব চ্যালেঞ্জিং জানিয়ে মিসবাহ উল হক সাংবাদিকদের বলেন, ‘আমার কোনো সন্দেহ নেই যে, তৃনমূল থেকে শীর্ষস্তর পর্যন্ত খেলার উন্নয়নে একটা ইতিবাচক পার্থক্য আনতে পারব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০