স্পোর্টস ডেস্ক:: ভারতের বিপক্ষে দারুণ ব্যাটিং করা লিটন দাসকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে পাওয়া নিয়ে শঙ্কা দেখি দিয়েছে। ভারত-বাংলাদেশ ম্যাচটি বৃষ্টির পরপরই তাড়াহুড়া করে শুরু করা হয়। ভেজা মাঠে রান নিতে গিয়ে পা পিছলে পড়ে আহত হন লিটন দাস।
পা পিছলে পড়ে লিটন দাস রানআউট হন। থামে তার ঝলমলে ইনিংস। যে রানআউটের পরপরই ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। শেষ ম্যাচ বাংলাদেশ দলকে হেরে যেতে হয় ৫ রানে। পড়ে যাওয়ায় হালকা চোটও পান লিটস দাস।
রোববার পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তাই লিটনকে পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা আছে। শুক্রবার দলের সঙ্গে অনুশীলনেও ছিলেন না তিনি। টিম ম্যানেজম্যান্ট জানিয়েছে, হালকা চোট পেয়েছেন এই ব্যাটার। তাকে বিশ্রামে রাখা হয়েছে।
বিশ্বকাপে দলের টিম অপারেশন্স ম্যানেজার রাবীদ ইমাম সাংবাদিকদের বলেন, ‘ওর হ্যামস্ট্রিংয়ে আগেও সমস্যা ছিল। পিছলে পড়ে ওই জায়গাতেই ব্যাথাটা পেয়ছে। এজন্য ওকে বিশ্রামে রাখা হয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০