নিজস্ব প্রতিবেদকঃ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের এই দলে আছেন সাকিব আল হাসান। সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন তরুণ ব্যাটার শাহাদাত হোসেন দিপু।
চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে খেলতে পারেননি মুশফিকুর রহিম। পাকিস্তান সিরিজ দিয়ে তিনি টেস্ট দলে ফিরেছেন। তাসকিন আহমেদও শ্রীলঙ্কা সিরিজে বিশ্রামে ছিলেন। পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের দলে আছেন আছেন এই পেসার। শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্যাটার শাহাদাত হোসেন। আগামী ২১ ও ৩০ আগস্ট পাকিস্তানের মাটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
তাসকিন ছাড়াও পেস বিভাগে রাখা হয়েছে আরও পাঁচজনকে। সদ্যই কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলে আসা শরিফুল ইসলামসহ দলে আছেন নাহিদ রানা, হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ। আর স্পিনে সাকিবের সঙ্গে থাকছেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘আমরা এই সংস্করণের সেরা ক্রিকেটারদের নিয়ে দল সাজাতে চেয়েছি। এই দলটা যথেষ্ট ভারসাম্যপূর্ণ। মুশফিক, মুমিনুল ও সাকিবের মধ্যে ২১৬টি টেস্ট ম্যাচের অভিজ্ঞতা আছে। তাইজুল ও মিরাজ আমাদের স্পিন বিভাগকে নেতৃত্ব দিচ্ছে। দুজনের মধ্যে ৩৫০–এর বেশি টেস্ট উইকেট আছে। শান্ত, লিটন ও অন্য ব্যাটসম্যানরা ভালো করবে, পাকিস্তানের বিপক্ষে দল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে, এ আশা করছি। আমরা একটা দলগত পারফরম্যান্স প্রত্যাশা করছি।’
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও খালেদ আহমেদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০