‘পাকিস্তান সফরে বিদেশীদের যেতে শোয়েব আখতারের মানা’

    0
    25

    স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর পাকিস্তানে সন্ত্রাসী হামলার পর থেকেই দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট অনেকটা নিষিদ্ধ। বড় কোন দলে সফরে যায় পাকিস্তানে। বাধ্য হয়েই ভিন দেশে পাকিস্তানকে নিজেদের হোম ভেন্যু করে খেলতে হচ্ছে।

    এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া হয়ে উঠছে। নানা কলে-কৌশলে জিম্বাবুয়েকে ডেকে নিয়ে সিরিজ খেলেছে পাকিস্তান, গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল, কেনিয়া ক্রিকেট দল। কিন্তুু বড় কোন দল যাচ্ছে না। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড সফরের জন্য বিদেশী দলগুলোকে আমন্ত্রণ জানাচ্ছে।

    এমন পরিস্থিতি বিদেশী ক্রিকেট দলের জন্য পাকিস্তান নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক ক্রিকেটার গতিদানব শোয়েব আখতার। তার পাকিস্তান এখনো আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিরাপদ। দেশটির ক্রিকেট বোর্ড বিভিন্ন দেশকে সফরের আমন্ত্রণ জানাচ্ছে যেটি একেবারেই উচিত নয়।

    প্রায় আট বছর ধরে ঘরের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারছে না পাকিস্তান। দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর লক্ষ্যে আপ্রাণ চেষ্টা করছে পাকিস্তান। তবে, সাবেক পেসার শোয়েব আখতার চাইছেন না পাকিস্তানের মাটিতে বিদেশি দলগুলো এখনই খেলতে আসুক।

    পাকিস্তানের কোয়েটায় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে সম্প্রতি সন্ত্রাসী হামলায় ৬২ জন পুলিশ ক্যাডেট আর দুজন সেনাকর্মী নিহত হন, আহত হন ১৭০ জন। এমন অবস্থায় আন্তর্জাতিক ক্রিকেট আর বিদেশি দলগুলোকে পাকিস্তানের মাটিতে কতটুকু নিরাপত্তা দেওয়া যাবে সেটি নিয়ে চিন্তিত শোয়েব আখতার।

    জিও নিউজ চ্যানেলে সাবেক এই গতিদানব জানান, ‘বিদেশি ক্রিকেট দলের জন্য পাকিস্তান এখনও নিরাপদ না। আমি নিশ্চিত, পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে। তবে, সেজন্য আরও সময় দরকার। নিরাপত্তা ব্যবস্থার যা অবস্থা তাতে আমাদের অপেক্ষা করতেই হবে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পাকিস্তানে বিদেশি দলগুলোকে আমন্ত্রণ জানানোর ঝুঁকি আমাদের নেওয়া উচিৎ না।’

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here