স্পোর্টস ডেস্কঃ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড দল। এই সফরে নিয়মিত ক্রিকেটারদের অনেকেই ছিলেন না কিউইদের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার কারণে নিয়মিত দলের ৯ ক্রিকেটারকে ছাড়াই পাকিস্তান সফরের দল দিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। এছাড়া আরও তিন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছিল।
তবে দ্বিতীয় সারির ১৫ সদস্যের সেই দল থেকে এবার আরও দুই তারকা ছিটকে গেছেন। পাকিস্তান সফরে যাওয়া হচ্ছে না অ্যাডাম মিলনে ও ফিন অ্যালেনের। অ্যাঙ্কেলের চোটে এই সিরিজে খেলা হচ্ছে না মিলনের। অপরদিকে পিঠের চোটে ভুগছেন ফিন অ্যালেন।
এই দুজনের পরিবর্তে নতুন ক্রিকেটার দলে নিয়েছে এখন নিউজিল্যান্ড। পাকিস্তান সফরের জন্য ডাক পেয়েছেন টম ব্ল্যান্ডেল ও জ্যাক ফকস। আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বিষয়টি।
পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আগামি ১৮ এপ্রিল থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। একই ভেন্যুতে ২০ এপ্রিল দ্বিতীয় ও ২১ এপ্রিল তৃতীয় টি-২০ ম্যাচ হবে। শেষের দু’টি ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৫ ও ২৭ এপ্রিল।
নিউজিল্যান্ড দলের পরিবর্তিত স্কোয়াড
মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), টম ব্ল্যান্ডেল, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, ডিন ফক্সক্রফট, বেন লিস্টার, কোল ম্যাককনচি, জ্যাক ফকস, জিমি নিশাম, উইল ও’রকে, টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ইশ সোধি।
Discussion about this post