স্পোর্টস ডেস্কঃ চলতি মাসেই বাংলাদেশ নারী দলের বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টোয়েন্টি খেলতে আসবে পাকিস্তান নারী দল। ওয়ানডে সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দল আজ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ২০ অক্টোবর বাংলাদেশ আসার কথা রয়েছে পাকিস্তান নারী দলের। নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে রেখেই বিসিবি বুধবার দল ঘোষণা করেছে। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
আগামী ২৫, ২৭ এবং ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। তিনটি ম্যাচই হবে দিবা-রাত্রির। এদিকে বাংলাদেশ সফর দিয়ে পাকিস্তান দলে ফিরছেন অভিজ্ঞ ক্রিকেটার ইরাম জাভেদ। প্রায় এক বছর পর জাতীয় দলে ফিরছেন তিনি। গত মাসে দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে খেলা পাকিস্তান দল থেকে এবারের সিরিজে বাদ পড়েছেন শাওয়াল জুলফিকার এবং সায়দা আরুব।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল- নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাহিদা আক্তার, শামিমা সুলতানা, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, শরিফা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, নিশিতা আক্তার নিশি, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সাথী রানি।
বাংলাদেশ সফরে পাকিস্তান দল- নিদা দার (অধিনায়ক), আলিয়া রিয়াজ, বিসমাহ মারুফ, ডায়ানা বেগ, গোলাম ফাতিমা, ইরাম জাভেদ, মুনিবা আলী (উইকেটরক্ষক), নাজিহা আলভি (উইকেটরক্ষক), নাশরা সুন্ধু, নাতালিয়া পারভেজ, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল, সিদরা আমিন, উম্মে- ই-হানি ও ওয়াহিদা আখতার।
ট্রাভেলিং রিজার্ভ- আম্বার কায়নাত, ওমাইমা সোহেল এবং সিদরা নেওয়াজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post