স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আন্দ্রে অ্যাডামসকে নতুন বোলিং কোচ নিয়োগ দিয়েছে নিউজিল্যান্ড। আগামী শুক্রবার (১২ জানুয়ারি) পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে মাঠে নামবে কিউইরা।
নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড ও ব্যাটিং কোচ লুক রনচির সঙ্গে একযোগে কাজ করবেন অ্যাডামস। এর আগে নিউজিল্যান্ড নারী দলের ফাস্ট বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক এই কিউই ক্রিকেটার। খেলোয়াড়ী জীবনে জাতীয় দলের ১টি টেস্টের সঙ্গে ৪২টি ওয়ানডে এবং ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অ্যাডামস।
অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ নিউ সাউথ ওয়েলসের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন অ্যাডামস। ২০১৯ সালে অজি পেসার মিচেল স্টার্কের হারানো ছন্দ ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা পালন করেছেন তিনি। এরপর বিগ ব্যাশ লিগের ফ্র্যাঞ্চাইজি সিডনি সিক্সাসের হয়েও কাজ করেছেন ৪৮ বছর বয়সী সাবেক এই কিউই পেসার।
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক) (১, ২, ৪ ও ৫ নম্বর ম্যাচের জন্য), ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসেন (শুধু তৃতীয় ম্যাচে), লকি ফার্গুসেন (৩, ৪, ৫ নম্বর ম্যাচে), ম্যাট হেনরি, অ্যাডাম মিলনে, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স (১ ও ২ নম্বর ম্যাচে) টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post