স্পোর্টস ডেস্ক:: ব্যর্থ চ্যাম্পিয়ন্স ট্রফির পর বাংলাদেশের ক্রিকেটাররা ডিপিএলে ব্যস্ত। ঈদের পরই শুরু হবে আন্তর্জাতিক ব্যস্ততা। বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। মে মাসে পাকিস্তান সফরের কথা টাইগারদের।
বাংলাদেশের পাকিস্তান সফর শেষে পাকিস্তান আসবে বাংলাদেশ সফরে। জুলাইয়ের সিরিজটি অবশ্য এফটিপির বাইরে। ওয়ানডে ও টি-২০ ম্যাচে সিরিজগুলো অনুষ্টিত হওয়ার কথা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও পাকিস্তান ক্রিকেট বোর্ড সিরিজের সবগুলো ম্যাচ টি-২০ ফরম্যাটে খেলতে চাইছে।
আগামি বছর টি-২০ বিশ্বকাপ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ তাই ভালোভাবে প্রস্তুুতি নিতে চায়। সেজন্য টি-২০ ফরম্যাটে দু’টি সিরিজই খেলতে চাইছে। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। যার জন্য আট ম্যাচের দুই সিরিজের সবগুলো ম্যাচই টি-২০ ফরম্যাটে আয়োজনের পরিকল্পনা চলছে। তবে বিসিবির একজন নির্বাচক জানিয়েছে, আপাতত পাঁচটি ম্যাচ টি-২০ ফরম্যাের সিদ্ধান্ত হয়েছে। নির্বাচক আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, ‘প্রথম পাঁচ ম্যাচ টি-২০ ফরম্যাটে হবে। আপাতত এতটুকু নিশ্চিত। পরের তিন ম্যাচের বিষয়ে এখনো জানা নেই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০