স্পোর্টষ ডেস্ক:: দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার কুইন্টন ডি কক অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন আবারো। আসন্ন পাকিস্তান সিরিজে খেলবেন তিনি। দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডি কক টেস্ট ও ওয়ানডে ক্রিকেট থেকে আনুষ্ঠানিক ভাবে অবসর নেন বছর তিনেক আগে।
তবে দলের প্রয়োজনে আগামি অক্টোবর মাসে পাকিস্তান সফরের ওয়ানডে ও টি-২০ ফরম্যটে খেলবেন তিনি। ২০২১ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর এই ফরম্যাটেও আর খেলেননি। ২০২৪ সালের জুনে বার্বাডোসে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ ফাইনালের পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটেও খেলেননি তিনি।
এবার দীর্ঘ দিন পর পাকিস্তান সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন প্রোটিয়াদের এই তারকা। পাকিস্তান সফরে দক্ষিণ আফ্রিকা দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে।
টেস্ট স্কোয়াড: এইডেন মার্করাম (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, করবিন বসচ, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, জুবায়ের হামজা, সিমন হারমার, মার্কো জানসেন, কেশভ মহারাজ (শুধু দ্বিতীয় টেস্টে), উইয়ান মুলডার, সেনুরান মুথুসামি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ত্রিস্তান স্টাবস, প্রেনেলান সুব্রায়েন, কাইল ভেরেন।
টি- স্কোয়াড: ডেভিড মিলার (অধিনায়ক), করবিন বসচ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, ডোনোভান ফেরেইরা, রিজা হেনড্রিকস, জর্জ লিন্ডে, কোয়েনা মাফাকা, লুঙ্গি এনগিদি, এনকাবা পিটার, লুয়ান-দ্রি প্রিটোরিয়াস, আন্দিলো সিমেলেন, লিজাড উইলিয়ামস।
ওয়ানডে স্কোয়াড: ম্যাথিউ ব্রিটজকে (অধিনায়ক), করবিন বসচ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডোনোভান ফেরেইরা, বিজর্ন ফরটুইন, জর্জে লিন্ডে, কোয়েনা মাফাকা, লুঙ্গি এনগিদি, এমকাবা পিটার, লুহান-দ্রি প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেসিলে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০