স্পোর্টস ডেস্কঃ কিছুদিন আগে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের লড়াই নিয়ে কথা বলেছেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ। এক সময়ের এই তারকা জানিয়েছিলেন ম্যাচে খানিকটা এগিয়ে থাকবে ভারতই। জাভেদের আক্ষেপ ছিল পাকিস্তান দলে হার্দিক পান্ডিয়ার মতো একজন অলরাউন্ডার দলে নেই বলে।
৫০ বছর বয়সী এই জাভেদ বলেন, ‘দুই দলের পার্থক্য ব্যাটিংয়ে। ভারতের ব্যাটিং বেশ অভিজ্ঞ। যদি রোহিত শর্মা ক্লিক করে, তাহলে সে একাই ম্যাচ জেতাতে পারবে। একইভাবে পাকিস্তানের ফখর জামান। যদি সে কন্ট্রোল নিয়ে খেলে, তাহলে পাকিস্তানকে ম্যাচ জেতাতে পারবে। তবে মূল পার্থক্য দুই দলের মিডল অর্ডার এবং তাদের অলরাউন্ডারে। পাকিস্তানের একজন হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডার নেই!’
আকিব জাভেদের সেই আক্ষেপই শেষ পর্যন্ত সত্যি হলো। এক হার্দিক পান্ডিয়াই পার্থক্য গড়ে দিলেন ম্যাচের। বল হাতে ৪ ওভারে মাত্র ২৫ রান খরচায় শিকার করেন ৩ উইকেট। ধসিয়ে দেন পাকিস্তানের মিডল অর্ডারকে।
পরবর্তীতে ব্যাট হাতেও দলকে জয় এনে দেন হার্দিক। চাপের মুখে ১৭ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৩ রানের ক্যামিও খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ডানহাতি এই ক্রিকেটার। ম্যাচের সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন তিনি।
ব্যাট ও বল হাতে অলরাউন্ডিং পারফর্মেন্সে দলকে বড় সাফল্য এনে দেন হার্দিক। তার এই সাফল্যেই পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ হারের প্রতিশোধ নিতে পারে ভারত। দেখা পায় ৫ উইকেটের রোমাঞ্চকর এক জয়ের।
ইনজুরি, ফর্মহীনতা, ফিটনেস না থাকায় বোলিং করতে না পারা, ভেঙ্কেটেশ আইয়ারের পারফরম্যান্সের কারণে দলে জায়গা হারানোর শঙ্কা সব মিলিয়ে ভালো সময় যাচ্ছিল না হার্দিকের। তবে সব কাটিয়ে পুনরায় ফিরেছেন আইপিএলের পারফর্ম। মানসিক দিক দিয়ে হয়েছেন উন্নত, পরিপক্কতা এনেছেন নিজের মাঝে। দলের বিপদে ভরসা হয়ে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা